ভবিষ্যৎ পরিকল্পনা
১। মানসম্মত কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রবেশগম্যতার উন্নয়ন ঘটানো;
২। কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা ও প্রশিক্ষণের সকল ক্ষেত্রে সাম্য ও সমতার নীতি প্রতিষ্ঠা করা;
৩। দেশী ও আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরী করা;
৪। শিক্ষা ব্যবস্থায় সু-শাসন জোরদার করা;
৫। দেশের মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির সংরক্ষন ও লালন করা;
৬। ১০০ সিট বিশিষ্ট মহিলা হোস্টেল নির্মাণ।
৭। প্রায় ১৯০০০ বর্গফুট Vertical expansion এর কাজ;
৮। প্রায় ১২০০ বর্গফুট রাস্তার কাজ;
৯। পাম্প স্থাপনের কাজ;
১০। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন;
১১। বৈদ্যুতিক লাইনের কাজ;
১২। আধুনিক ল্যাব ও ওয়ার্কশপ স্থাপনের কাজ;
১৩। ভিডিও কনফারেন্সিং রুমের আধুনিকায়ন;
১৪। অন্যান্য রিপেযার এর কাজ;
১৫। কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধি;
১৬। জেন্ডার সমতা উন্নয়নে জাতীয় কৌশলপত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন;
১৭। মোবাইল ফোনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ফি আদায় করা;
১৮। মেইনগেট, অফিস ও ক্লাসরুমসমূহ সি.সি টিভি ক্যামেরার আওতায় আনয়ণ এবং অন-লাইন মনিটরিং ব্যবস্থ গ্রহন করা;
১৯। প্রতিষ্ঠানের ওয়েব-সাইটে শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট তথ্য আপলোড করা;